বর্তমান বার্তা ডট কম / ২৪ মে ২০১৫ /   রাস্তা না দেওয়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ৬৫টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কর্তন করে নিয়ে যাওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে নিরিহ মতিউর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে বিজ্ঞ অতিরুক্ত জেলা ম্যেজিষ্ট্রেট আদালত নারায়ণগঞ্জ এ পিটিশন দায়ের করে। যার পিটিশন মামলা নং-২১৪/২০১৫। জানা গেছে, গত ২৬ এপ্রিল শনিবার সকাল ১০টায়  বন্দর থানার শাঁসনেরবাগ এলাকার মৃত ছামাদ মোল্লার ছেলে মতিউর রহমানের পৈত্রিক সম্পত্তির উপর ১৫টি নারিকেল গাছ,২০টি আম গাছ,২টি পেঁপে গাছ,১টি সাজনা গাছ,১টি কাঁঠাল গাছ, ২০টি কলাগাছ ও ৬টি কদম গাছ কর্তন করে নিয়ে গেছে প্রতিপক্ষ একই এলাকার মৃত গনী মিয়ার ছেলে জাহাঙ্গীর উক্ত এলাকার মৃত সামাদ মোল্লা মিয়ার ছেলে জহিরুল, মৃত আলী আহাম্মদ মিয়ার ছেলে আব্দুল কাদীর, আব্দুর রশীদ মিয়ার ছেলে তাজুল ইসলাম,মৃত আব্দুল সালাম মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, আব্দুল হাকিম মিয়ার ছেলে জাকির হোসেন, মৃত আব্দুল রশীদ মিয়ার স্ত্রী আমেলা বেগম ও জহিরুল মিয়ার স্ত্রী সখিনা বেগমসহ কয়েক জন। এ ঘটনার জের ধরে গত শনিবার সকালে উল্লেখিত আসামীরা আবারও মতিউর রহমানের বাড়ীতে অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের তান্ডপে নিরিহ মতিউর রহমানসহ তার পরিবার চরম আতংকে দিনকাটাচ্ছে বলে জানা গেছে।


Post a Comment

Disqus