বর্তমান বার্তা ডট কম / ১৯ মে ২০১৫ / ব্যবসায়ী ইউনুস আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষনের ঘটনায় সোনারগাঁ থানা অভিযোগ দায়ের করে কোন প্রতিকার না পেয়ে অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী ইউনুস মিয়া বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। বিভিন্ন সূত্রে ও অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, প্রতিদিনের মত গত ১২মে রাত সাড়ে ৯টায় সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জস্থ কাশেম নগর এলাকার বাশান মিয়ার ছেলে ব্যবসায়ী ইউনুস আলী (২৮) দোকানের কাজ শেষে বাড়ীতে ফেরার পথে উক্ত এলাকার জৈনক একিন আলী মেম্বারের বাড়ীর সামনে আসলে ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জস্থ কাশেম নগর এলাকার ছাত্তার মিয়ার অস্ত্রধারী ৩ সন্ত্রাসী ছেলে হারুন অর রশীদ, আব্দুর রফ, আওলাদ শেখ, আলমাছ শেখের ছেলে বাবু শেখ, মরুন্না মিয়ার ছেলে আব্বাস ও আমান মুন্সির ছেলে রিমনসহ আর ২/৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নে অস্ত্রে সজ্জিত হয়ে ইউনুছ আলী রাস্তা গতিরোধ করে। পরে সন্ত্রাসী আওলাদ শেখ ব্যবসায়ী ইউনুছ আলীকে হত্যার উদ্দেশ্যে সেকেন্দার বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। গুলি বর্ষনের ঘটনায় অল্পের জন্য প্রান রক্ষা পায় ব্যবসায়ী ইউনুছ আলী। এ ছাড়াও গত ১৩ এপ্রিল রাত আবারও হত্যার জন্য তার দোকনে বোমা রেখে পালিয়ে যায়। পরে  সন্ত্রাসী হারুন অর রশীদ উক্ত দোকানে এসে বোমা তুলে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী ইউনুছ আলী গত ১৪মে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্য জনক কারনে এ ঘটনায় ৪ দিনেও উক্ত অভিযোগের তদন্ত আসেনি সোনারগাঁ থানা পুলিশ। অভিযোগের কোন তদন্ত না আসায় ব্যবসায়ী ইউনুছ আলীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অপরদিকে সন্ত্রাসী হারুন অর রশীদগংরা নিরিহ ব্যবসায়ী ইউনুছ আলীসহ তার পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। সন্ত্রাসী হারুন অর রশীদগং  এর কবল থেকে রেহাই পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে নিরিহ ইউনুছ আলী ও তার পরিবার।    


Post a Comment

Disqus