রাকিব রহমান / ১৯ মে ২০১৫ /  উপজেলা পরিষদ সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র নিলেন ৮ জন। চতুর্থ উপজেলা পরিষদের
সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৯ মে মঙ্গলবার অফিস চলাকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা ওই মনোনয়নপত্র নেন। ফরম নিলেন যারা কাঁচপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ( উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নং-১) দক্ষিন পাড়া এলাকার আনোয়ারা বেগম ,সুখেরটেক এলাকার মোরশেদা বেগম , সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার রোকসানা আক্তার । ( উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নং-২ ) বারদী ইউনিয়নের ছোট আলমদীর মরিয়ম আক্তার । ( উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নং-৩ ) মোগরাপাড়া ইউনিয়নের ইছবগঞ্জএলাকার রহিমা বেগম , সোনাখালি এলাকার রোকেয়া আলম , পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার রুনা আক্তার । ( উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নং-৪ ) সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকার জাহেদা আক্তার মনি কমিশনার।  ২৫ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন , ২৩ মে মনোনয়নপত্র বাছাই ,  ৩০ মে প্রার্থিতা  প্রত্যাহারের শেষ দিন ,  ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Post a Comment

Disqus