
বর্তমান বার্তা ডট কম / ১৬ মে ২০১৫ / অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা আলমগীর (৪৫) নামে এক বিআইডব্লিউটিসি দারোয়ানকে আটক করে গনপিটুনী দিয়ে ছেড়ে দিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় বন্দর থানার আমিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার নাসিক ২৪ নং ওয়ার্ডস্থ আমিরাবাদ এলাকার মৃত হান্নান মিয়ার স্ত্রী রোকছানা বেগম (৩৫) এর সাথে বরিশাল জেলার পিরোজপুর
এলাকার কাশেম মিয়ার ছেলে ও বন্দরে সোনাচড়া বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডে দারোয়ান আলমগীর হোসেনের র্দীঘ দিন ধরে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে লম্পট দারোয়ান আলমগীর তার পরকিয়া প্রেমিকা রোকছানার বাড়ীতে এসে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনগন তাদেরকে হাতে নাতে আটক করে। পরে উত্তেজিত জনতা লম্পট দারোয়ান আলমগীরকে গনপিটুনী দিয়ে ছেড়ে দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত লম্পট দারোয়ান আলমগীর হোসেন নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Post a Comment
Facebook Disqus