বর্তমান বার্তা ডট কম / ১৬ মে ২০১৫ / বন্দরে ট্রাক চাপায় মা ও ছেলে মারাতœক ভাবে আহত হয়েছে। আহতরা হলো রানী বেগম (২৫) ও তার ছেলে জুনায়েত (১)। গতকাল শনিবার বেলা ২টায় বন্দর থানার ধামগড়স্থ তালতলা এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী মা ও ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। র্দূঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় এলাকাবাসী। র্দূঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, গতকাল শনিবার বেলা ২টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার জামাল মিয়ার স্ত্রী রানী বেগম ও তার ১ বছরের অবুজ ছেলে জুনায়েত আটো ইজিবাইক যোগে ধামগড় এলাকায় যাচ্ছিল। ওই সময় মদনপুর থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটো বাইককে চাপা দিলে মা ও ছেলে আহত হয়। আহতরা বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়ীতে চলে যায় বলে অপর একটি সূত্রে জানা গেছে।
অসামাজিক কাজের খেশারত
Post a Comment
Facebook Disqus