বর্তমান বার্তা ডট কম / ১৬ মে ২০১৫ / প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী আতœার শান্তি কামনা ও ৪ আসনের এমপি শামীম ওসমানের রোগ মুক্তিসহ ওসমান পরিবারে সকল সদস্যদের সুস্থ্যতা কামনা করে হযরত শাহ জালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) মাজার শরিফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা বন্দরের ফটো সাংবাদিকআমির হোসেনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ জালাল মাজার শরিফের সহকারি খাদেম শেখ হাফেজ কবীর আহাম্মেদ ও হযরত শাহ পরান মাজার শরিফে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ পরান দরগা জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল হান্নান। মিলাদ ও দোয়া মাহফিল শেষে তোবারক বিতরন করা হয়। এ ছাড়াও হযরত শাহ জালাল (রঃ) এর মাজার শরিফে মসজিদে ৫টি পবিত্র ও হযরত শাহ পরান মাজার শরিফের মসজিদে ৪টি কোরআন শরিফ বিতরন করেন।
Post a Comment
Facebook Disqus