ফারুক হাসান /বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার গতকাল রোববার সকালে মেঘনা নদীতে চাঁদপুর গামী নুরে জান্নাত-২ বাল্কহেডে ১০-১২ জনের একদল চাঁদাবাজ অবৈধভাবে চাঁদা আদায় কালে সোহাগ (১৯) নামে এক জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। পরে চাঁদাবাজ সোহাগকে সোনারগাঁ থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-পুলিশের এএসআই মোঃ দুলাল মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নৌচাঁদাবাজ সোহাগ মুন্সীগঞ্জ জেলার সদর থানার হাট লক্ষী গ্রামের হাফিজ আহমেদের ছেলে।
গ্রেফতারকৃত নৌচাঁদাবাজ সোহাগ মুন্সীগঞ্জ জেলার সদর থানার হাট লক্ষী গ্রামের হাফিজ আহমেদের ছেলে।

Post a Comment
Facebook Disqus