ফারুক হাসান  /বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার গতকাল রোববার সকালে মেঘনা নদীতে চাঁদপুর গামী নুরে জান্নাত-২ বাল্কহেডে ১০-১২ জনের একদল চাঁদাবাজ অবৈধভাবে চাঁদা আদায় কালে সোহাগ (১৯) নামে এক জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। পরে চাঁদাবাজ সোহাগকে সোনারগাঁ থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-পুলিশের এএসআই মোঃ দুলাল মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নৌচাঁদাবাজ সোহাগ মুন্সীগঞ্জ জেলার সদর থানার হাট লক্ষী গ্রামের হাফিজ আহমেদের ছেলে।

Post a Comment

Disqus