সাইফুর রহমান (শুভ) /বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ / সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি ১১ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই যুবককে নিষিদ্ধ পিরানহা মাছের বাহককে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় গত শনিবার রাতে সোনারগাঁ থানা পুলিশ যানবাহনে অভিযান চালায়। এসময় পুলিশ কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে পিকআপ ভ্যানসহ (পিরোজপুর-ন ১১-০০৫১) ১১ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে। পরে পিরানহা মাছসহ পিকআপ ভ্যান ও বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে (২২) আটক করে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটককৃত ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, সরকারীভাবে নিষিদ্ধ পিরানহা মাছসহ আটককৃত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ১১ মণ পিরানহা মাছ উপজেলা মৎস্য অফিস ও পুলিশের সহায়তায় কেরসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।
আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা

Post a Comment
Facebook Disqus