মো. জাকির হোসেন ঝন্টু /র্বতমান র্বাতা ডট কম / ১০ জুন ২০১৫ / আন্তজার্তিক মাদক ব্যবসায়ী ফজলে করিমের স্ত্রী এক সন্তানের জননী অপর মাদক ব্যবসায়ী পিয়ার আলীর সাথে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী হাতে-নাতে ধরে ফেলায় স্ত্রীকে তালাক দিলেন তার স্বামী ফজলে করিম। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামে   ঘটনা ঘটে। র‌্যাব-১১’র অভিযানের পর ফজলে করিম আত্মগোপনে থেকে তার সেকেন্ড ইন কমান্ড উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের ফজুর মেয়ের ঘরের নাতি মাদক  ব্যবসায়ী  পিয়ার আলীর মাধ্যমেই ফজলে করিম তার মাদক ব্যবসা পরিচালনা করতো। এ সুবাদে ফজলে করিমের স্ত্রীর সাথে পিয়ার আলীর সম্পর্ক গড়ে উঠে এবং উভয়ের সাথে দীর্ঘ দিন যাবত অনৈতিক কাজ চলছিল। ঘটনার দিন এলাকাবাসী টের পেয়ে পিয়ার আলীকে ফজলে করিমের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এ ঘটনা ফজলে করিম জানতে পেরে তার স্ত্রীকে তালাক দেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে এবং আলোচনার ঝড় উঠেছে। ঘটনাটি এলাকাবাসী স্বামীকে জানায় পরে মাদক ব্যবসায়ী  ফজলে করিম ক্ষিপ্ত হয়ে তার অ¯্রধারীদের মাধ্যমে বুরুমদী গ্রাম থেকে পিয়ার আলীকে তুলে নিয়ে তার প্রাপ্যদির মধ্যে নগদ এক লাখ টাকা আদায় করে এবং দু’লাখ টাকার স্ট্যাম্প করে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ।  ফজলে করিমের  সেকেন্ড ইন কমান্ড পিয়ার আলী ও তার সিন্ডিকেটের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

Post a Comment

Disqus