বর্তমান বার্তা ডট কম / ১০ জুন ২০১৫ / একটি আইন সংস্থাকারী বিভাগের সোর্স মো. উজ্জলকে হত্যার হুমকি দিয়েছে মাদক স¤্রাট পিয়ার আলী ও আব্দুল করিম। উজ্জল জানায়, সে দীর্ঘ দিন যাবত একটি আইন সংস্থাকারী বিভাগের সোর্স হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি র্যাব-১১, উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুরীকান্দি গ্রাম থেকে এক হাজার ৬২ বোতল ফেন্সীডিল ও এক ব্যক্তিকে আটকের ঘটনায় তাকে দোষারোপ করে ওই এলাকার বুরুমদী গ্রামের সিদ্দিকের ছেলে মাদক স¤্রাট আব্দুল করিম ও ফজুর নাতি তার ফুফাতো ভাই পিয়ার আলীসহ তাদের মাদক সিন্ডিকেটের লোকজনেরা তাকে হত্যা করে ফেলবে প্রকাশ্যে হুমকি প্রদান করেছে। মাদক স¤্রাটদের এ হুমকির পর থেকে হত্যার ভয়ে উজ্জল ও তার পরিবারবর্গ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা হত্যাসহ যে কোনো ক্ষতি করবে উজ্জল ও তার পরিবারকে অব্যাহত ভাবে হুমকি প্রদান করা হচ্ছে জানায়। এ ব্যাপারে সোনারগাঁও থানায় সাধারন ডাইরি করার প্রস্তÍুতি চলছে। সোনারগাঁয়ে একটি আইন সংস্থার সোর্স উজ্জলকে হত্যা করবে মাদক স¤্রাটদের হুমকি
বর্তমান বার্তা ডট কম / ১০ জুন ২০১৫ / একটি আইন সংস্থাকারী বিভাগের সোর্স মো. উজ্জলকে হত্যার হুমকি দিয়েছে মাদক স¤্রাট পিয়ার আলী ও আব্দুল করিম। উজ্জল জানায়, সে দীর্ঘ দিন যাবত একটি আইন সংস্থাকারী বিভাগের সোর্স হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি র্যাব-১১, উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুরীকান্দি গ্রাম থেকে এক হাজার ৬২ বোতল ফেন্সীডিল ও এক ব্যক্তিকে আটকের ঘটনায় তাকে দোষারোপ করে ওই এলাকার বুরুমদী গ্রামের সিদ্দিকের ছেলে মাদক স¤্রাট আব্দুল করিম ও ফজুর নাতি তার ফুফাতো ভাই পিয়ার আলীসহ তাদের মাদক সিন্ডিকেটের লোকজনেরা তাকে হত্যা করে ফেলবে প্রকাশ্যে হুমকি প্রদান করেছে। মাদক স¤্রাটদের এ হুমকির পর থেকে হত্যার ভয়ে উজ্জল ও তার পরিবারবর্গ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা হত্যাসহ যে কোনো ক্ষতি করবে উজ্জল ও তার পরিবারকে অব্যাহত ভাবে হুমকি প্রদান করা হচ্ছে জানায়। এ ব্যাপারে সোনারগাঁও থানায় সাধারন ডাইরি করার প্রস্তÍুতি চলছে।
Post a Comment
Facebook Disqus