শাহীন আহম্মেদ  / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৫ /
  ঢাকা চট্রগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ এলাকায় ট্রাকের ধাক্কায় একটি রপ্তানীমূখী প্রতিষ্ঠানের মেইনটেন্যান্স ম্যানেজার নিহত হয়েছেন, নিহতের নাম নজরুল ইসলাম (৪২) সে ময়মনসিংহ সদরের কোনাপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়  সোমবার সন্ধ্যায় কাজ শেষে টেম্পো দিয়ে বাড়ি ফিরছিলেন, বন্দরের লাঙ্গলবন্দের শতভাগ রপ্তানীমূখী গার্মেন্টস টোটাল ফ্যাশন এর ম্যানেজার নজরুল ইসলাম। লাঙ্গলবন্দ হোয়াইট ক্যাসেনের সামনে এলে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক টেম্পোটিকে চাপা দিয়ে যায় এতে ঘটনাস্থলে মারা যান নজরুল ইসলাম। এলাকাবাসী জানায় লাঙ্গলবন্দ থেকে কাঁচপুর ব্রীজ পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গাড়ী র্পাকিং করে রাখা হয় এ কারণে এখানে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রানহানির ঘটনা ঘটে।

Post a Comment

Disqus