সবির /বর্তমান বার্তা ডট কম / জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ না হওয়ায় ভবনের ইট বালি খসে পরতে থাকে।এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের কোনো কোনো স্থানে শ্যাওলা ও আগাছা তৈরিসহ দেয়ালে ফাটল দেখা দয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ করেন ঠিকাদার মহবত আলী। কয়েকজন শ্রমিক দিয়ে নামে মাত্র চুনার কাজ করে। ঠিকাদার নিন্মমানের কাজের কারণে দেয়ালের পুরানো  লেখা,খাদা খন্দক সহজেই মানুষের চোখে পরে। এ ব্যাপারে সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পরা কর্মকর্তা ডাক্তার লোকমান মিয়া জানান,ঠিকাদার এখানে আসেনা । তার লোকেরা এখানে কাজ করে। কাজের মান ভাল না হওয়ায় আমি কাজ বন্ধ করে দিয়েছি।  নিন্মমানের কাজের ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার মহবত আলী  বলেন, আমি সোনারগাঁ থেকে কাজ নেইনি, ঢাকা স্বস্থ্য মন্ত্রণালয় থেকে কাজ এনছি। আমি আপনার সঙ্গে দেখা করব। ব্যস্ততার কারণে আমি কাজ দেখতে আসতে পারিনা । আমার লোকজন কাজ করতেছে এবং তারা ভাল কাজই করছে।  অন্যদিকে  বাউন্ডারি নির্মাণে সংস্কারের কাজ পান শফিকুল ইসলাম নামের এক ঠিকাদার । ওই ঠিকাদার নি¤œ মানের ইট সুরকি ও নামে মাত্র সিমেন্ট দিয়ে বাউন্ডরি নির্মানের কাজ চালিয়ে চাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাউন্ডারি ওয়াল ভেঙ্গে যে নি¤œ মানের ইট বের হচ্ছে সেই ইট দিয়েই আবার ওয়ালের কাজ করছে ঠিকাদার শফিকুল ইসরাম। হাসপাতাল প্রশাসন রহস্যজনক কারলে কাজে বাঁধা দিচ্ছেনা। এ সুযোগে ঠিকাদারের লোকজন দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে ঠিকাদার শফিকুল ইসলামের সঙ্গে যোগাকরার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভ’ঁঞা বলেন, ঠিকাদার যদি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্ন মানের কাজ করে থাকে,  নিউজ করেন,  তদন্ত করে  ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Post a Comment

Disqus