রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার / বর্তমান বার্তা ডট কম / ৫ জুন ২০১৫ / উপজেলার গোপালদী বাজারে বৃহষ্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় ১ জন গুরুতর জখম সহ ৪ জন আহত হয়েছে। আহত শহিদুল্লাহ (৫৫) কে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার গোপালদী দাইরাদী গ্রামের ব্যবসায়ি আঃ রশিদ ও তার বড় ভাই শহিদুল্লাহ ওই রাতে ৮টার দিকে গোপালদী বাজারের মনিরের লাকড়ীর দোকানে বসে কথা বলছিলেন। এসময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের নুরমোহাম্মদের নেতৃত্বে পনির, মোছলেউদ্দীন, ওমর, মোমেন সহ ৭/৮ জনের একদল  সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়

। এতে শহিদুল্লাহ মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সহ ৪ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় শহিদুল্লাহ কে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আঃ রশিদ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Post a Comment

Disqus