জাকির হোসেন , আড়াইহাজার / বর্তমান বার্তা ডট কম / ৫ জুন ২০১৫  /  গ ত বৃহষ্পতিবার রাতে আড়াইহাজারের ঝাউগড়া গ্রামে বখাটেদের সাথে আড্ডা দেয়াকে মেনে নিতে না পেরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে স্বামী। মুমূর্ষু অবস্থায় স্ত্রী আছমা (২০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী রানা (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, রংপুর জেলার মিঠামন এলাকার রানা আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা গ্রামের আলমাছ এর মেয়ে ছালমা (২০) কে গত ২ বছর আগে বিয়ে করে । সে ছালমাকে নিয়ে ঝাউগড়া গ্রামের ইদ্রিছ আলীর বাড়ীতে ভাড়া থাকে। কিন্তু ইতি মধ্যেই স্থানীয় বখাটে রোমান, আহাম্মদ ও সুমনের সাথে ছালমার সখ্যতা গড়ে ওঠে এবং স্বামীর বাধা না মেনে সে বখাটেদের সঙ্গে আড্ডায় জড়িত হয়। ঘটনার সময় স্বামী রানা কর্মস্থল থেকে বাড়ীতে এসে ছালমাকে উক্ত বখাটেদের সঙ্গে তার ঘরে আড্ডায় মত্ত থাকতে দেখে ক্রুদ্ধ হয়ে চালমার বুকে ছুরিকাঘাত করে। ফলে ছালমা গুরুতর আহত হলে প্রথমে তাকে আড়াইহাজার থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর বিধায় ডাক্তান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Post a Comment

Disqus