পীর মোহাম্মদ / বর্তমান বার্তা ডট কম / ২৪ জুন ২০১৫ / ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ পৌরসভা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিপরদী এলাকায় চৈতী কম্পোজিত তৈরি পোশাক কারখানায় ভিতরে ওয়েলডিং করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়
এলাকাবাসী জানা গেছে , ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৌরসভার টিপরদী এলাকায় চৈতী কম্পোজিটের একটি বহু তল ভবন নির্মানের কাজ পান অন্য একটি পাইলিং কোম্পানী। মোহাম্মদ আলী সে পাইলিং কোম্পানীর অধিনে কাজ করতো। বুধবার বিকালে সে ওয়েলডিং এর কাজ করতে যায়। সেখানে সে লৌহার সঙ্গে শটসার্কিট হয়ে বিদ্যুৎতারিত হয়ে মারা যায়। পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান । নিহত হোসেন টাঙ্গাইলের মোহাম্মদ আলী আকবরের ছেলে।

Post a Comment
Facebook Disqus