সাইদ সিদ্দিকুর রহমান /বর্তমান বার্তা ডট কম / ২৫ জুন ২০১৫ / বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করার কথা থাকলেও আজ পর্যন্ত তার ছোয়া লাগেনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৫নং ধলামূলগাও ইউনিয়নে। বহুদিন দরে প্রতিশ্রুতি দেওয়া থাকলেও আজও পরে রয়েছে শত শত মাইলের পর মাইল রাস্তা। যেখানে উন্নয়ন বলতে শুধু নির্বাচনী উন্নয়ন আছে, তার কারন আমরা সবাই চোখে দেখতে পাই নির্বাচনের আগে সবাই অগ্রিম চিটি পাটিয়ে চায়ের দোকান ভাড়া করে চা আর এক প্যাকেট আকিজ বিড়ির বিনিময়ে জনগণ তাদেরকে নির্বাচনে জ্বয়ী করে । নির্বাচনের আগে তারা বড়মোখে কথাবলে সোনার বাংলা স্বাধীন হবে । ডিজিটাল রূপে আর তার ছোয়া এমন আকারে হল যে দত্তকুনিয়া বনাম লাউয়ারী এর মাঝখানে বয়ে গেল নারাইখালী নদী যেখানে একটি নামে মাত্র কালভাট করা হয়েছে। আর এই কালভাট যেন একটি মরন ফাদ তৈরি করা হয়েছে। গত ৬মাসে প্রাই শতাধিক মটরসাইকেল রিকশা এমনকি বৃদ্ধরাও প্রতি নিয়তই কালভাট পার হতে গিয়ে উল্টে পরে গুরুত্বর আহত হচ্ছে। গত কয়েক দিন আগে স্থানীয় এক সাংবাদিক মটরসাইকেল নিয়ে দত্তকুনিয়া বাজারে যাওয়ার সময় কালভাটের উপর থেকে নিচে পড়ে আহত হন। লাউয়ারী এলাকার হাবুলও মটরসাইকেল নিয়ে আহত হন। দুদিন পরে সাবেক মেম্বার আঃ ছাত্তারের ছেলে মোঃ সবুজ মিয়ার গাড়ি নিয়ে আহত হয় । বলাযেতে পারে নারায়ডহর বাজার থেকে কৃষ্ঠপুর তারাকান্দা থেকে লাউয়ারী গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। ওই খানে সাধারনভাবে বৃষ্টি পরলেই রাস্তা ডুবে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি চলাচলে উপযোগী হয়ে উঠেনি। এরাস্তা দিয়ে প্রায় ২০/২৫ টি গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করে এবং হাট-বাজার করে থাকে । এ ব্যাপারে ওই এলাকার জনগণ প্রশাসনের সহযোগীতা কামনা হরে।
পূর্বধলায়ে উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত ধলামূলগাও
সাইদ সিদ্দিকুর রহমান /বর্তমান বার্তা ডট কম / ২৫ জুন ২০১৫ / বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করার কথা থাকলেও আজ পর্যন্ত তার ছোয়া লাগেনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৫নং ধলামূলগাও ইউনিয়নে। বহুদিন দরে প্রতিশ্রুতি দেওয়া থাকলেও আজও পরে রয়েছে শত শত মাইলের পর মাইল রাস্তা। যেখানে উন্নয়ন বলতে শুধু নির্বাচনী উন্নয়ন আছে, তার কারন আমরা সবাই চোখে দেখতে পাই নির্বাচনের আগে সবাই অগ্রিম চিটি পাটিয়ে চায়ের দোকান ভাড়া করে চা আর এক প্যাকেট আকিজ বিড়ির বিনিময়ে জনগণ তাদেরকে নির্বাচনে জ্বয়ী করে । নির্বাচনের আগে তারা বড়মোখে কথাবলে সোনার বাংলা স্বাধীন হবে । ডিজিটাল রূপে আর তার ছোয়া এমন আকারে হল যে দত্তকুনিয়া বনাম লাউয়ারী এর মাঝখানে বয়ে গেল নারাইখালী নদী যেখানে একটি নামে মাত্র কালভাট করা হয়েছে। আর এই কালভাট যেন একটি মরন ফাদ তৈরি করা হয়েছে। গত ৬মাসে প্রাই শতাধিক মটরসাইকেল রিকশা এমনকি বৃদ্ধরাও প্রতি নিয়তই কালভাট পার হতে গিয়ে উল্টে পরে গুরুত্বর আহত হচ্ছে। গত কয়েক দিন আগে স্থানীয় এক সাংবাদিক মটরসাইকেল নিয়ে দত্তকুনিয়া বাজারে যাওয়ার সময় কালভাটের উপর থেকে নিচে পড়ে আহত হন। লাউয়ারী এলাকার হাবুলও মটরসাইকেল নিয়ে আহত হন। দুদিন পরে সাবেক মেম্বার আঃ ছাত্তারের ছেলে মোঃ সবুজ মিয়ার গাড়ি নিয়ে আহত হয় । বলাযেতে পারে নারায়ডহর বাজার থেকে কৃষ্ঠপুর তারাকান্দা থেকে লাউয়ারী গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। ওই খানে সাধারনভাবে বৃষ্টি পরলেই রাস্তা ডুবে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি চলাচলে উপযোগী হয়ে উঠেনি। এরাস্তা দিয়ে প্রায় ২০/২৫ টি গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করে এবং হাট-বাজার করে থাকে । এ ব্যাপারে ওই এলাকার জনগণ প্রশাসনের সহযোগীতা কামনা হরে।
Post a Comment
Facebook Disqus