জি এম সুমন /বর্তমান বার্তা ডট কম / ২৫ জুন ২০১৫ / র্যাব ১১ আদমজী নগর কর্তৃক সিএনজি উদ্ধারসহ ২ চোরকে আটক করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে সিএনজি মালিক শফিকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ মাইপরশপাড়া এলাকার খলিল মিয়ার ছেলে শফিকুর রহমানের নারায়ণগঞ্জ থ ১১-০৬৫৩ নাম্বারের একটি সিএনজি র্দীঘ দিন ধরে ভাড়ায় চালিয়ে আসচ্ছে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মসেরচর পূর্বপাড়া এলাকার মৃত সরাফত আলীর সিএনজি চালক ছেলে সাইদুর মিয়া। এর ধারাবাহিকতায় প্রতিদিনের মত সিএনজি চালক গত ১৬ জুন রাতে বন্দরে সোনাচড়া এলাকায় যাত্রী নামিয়ে যাওয়ার সময় বন্দর থানার রামনগর এলাকার আকবর ডাকাতের ছেলে সিএনজি চোর মামুন (২৬) ও একই থানার মৃত নোয়াব আলী মিয়ার ছেলে অপর চোর নায়েব (৪২)মিলে উক্ত সিএনজিটি আটক করে চালক সাইদুরকে মারপিট করে নগদ টাকা পয়সা ও উক্ত সিএনজিটি চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজি মালিক র্যাব ১১ আদমজী নগর স্পেশাল কোম্পনীতে অভিযোগ দায়ের করলে র্যাব১১ গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ আইলপাড়া এলাকা থেকে উক্ত ২ চোরকে আটক করে। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গত ২৪ জুন রাত ৩টায় কুমিল্লা দাউদকান্দীস্থ কাকিয়ার ভাঙ্গা নৈইর বাজার এলাকা থেকে উক্ত সিএনজিটি উদ্ধার করে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলায় গতকাল বৃহস্পতিবার ধৃত ২ চোরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus