জি এম সুমন /বর্তমান বার্তা ডট কম / ২৫ জুন ২০১৫ /
স্থানীয় জনতা ১টি অটো ইজিবাইকসহ ৩ চোরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গত বুধবার রাত ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। এ ব্যাপারে বন্দর থানার এসআই মাহামুদুল জানিয়েছে, গত বুধবার রাতে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনতা ১টি চোরাইকৃত অটো ইজিবাইকসহ সোনারগাঁ থানার গোহাট্রা এলাকার মোস্তফা মিয়ার ছেলে সবুজ (২২) একই থানার দিঘিরপাড় এলাকার মৃত কবির মিয়ার ছেলে ফিরোজ (২৩) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সোহাগ (২১)কে আটক করে পুলিশে সোর্পদ করে। তবে জনতা কর্তৃক উদ্ধারকৃত অটো ইজিবাইকের মালিক খুঁজে না পাওয়ায় ধৃত ৩ চোরকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Disqus