বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / বন্দরের নাসিক ২৩ নং ওয়ার্ড বড় বাড়িতে ওয়াসার টেপ দিয়ে যোক বেরিয়ে এসেছে। গতকাল শনিবার বিকেলে কদম রসুল রোডের মোজাহার উদ্দিন টুক্কু মিয়া খাবার পানি সংগ্রহ করার সময় পানিতে ছোট ১টি যোক দেখে বাড়ির মালিক পানিসহ বোতলে ভরে রাখেন। এ ব্যপারে বাড়ির মালিক মোজাহার উদ্দিন টুক্কু বলেন, তিনি আরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সাথে বাড়ির ভিতের ওয়াসার টেপ থেকে খাবার পানি সংগ্রহ করছেন। হঠাৎ দেখেন ছোট একটি যোক ওয়াসার পানির সাথে বেরিয়ে আসে। পনে তিনি যোকসহ পানি বোতলে ভরে রাখেন এবং পানি সংগ্রহ বন্ধ করেন। এ ব্যপারে নারায়ণগঞ্জ ওয়াসা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের মোবাইল ০১৯১৫৩৬৮৫৪৯৮ নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Post a Comment

Disqus