শাহিন আহম্মেদ / বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / বন্দরের হালুয়াপাড়া প্রতিবন্ধীর জায়গা জোড় পূর্বক জবর দখল করে দেয়াল নির্মান করার চেষ্টা করেছে প্রতিপক্ষ সাগর। সে বহিরাগত সন্ত্রাসী এনে রাতের আধারে দেয়ার নির্মানের চেষ্টা করে। পরে পুলিশ এসে দেয়াল নির্মাণ বন্ধ করে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।  এ ব্যপারে গতকাল বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার কামারগাঁও গ্রামের মৃত  মালেক মিয়ার ছেলে প্রতিবন্ধী হান্নান তার  নানী ইয়ামুন নেছার  কাছ থেকে ৭শতাংশ জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তার ক্রয়কৃত জায়গা জবর দখলের চেষ্টা করে একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে সাগর। প্রতিবন্ধী হান্নানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে জায়গা হাতিয়ে নিতে না পেরে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখলে চেষ্টা করে। এ নিয়ে একাধিক বার শালিস হয়। শালিসে প্রতিবন্ধী হান্নানের জায়গা বলে প্রমানিত হয়। এ ব্যপারে শালিসকারী সিনিয়র উকিল এছাহাক  দু,পক্ষের আপোষ করিয়ে দেয়। সাগর শালিসের রায় প্রত্যাক্ষান করে গত  মঙ্গলবার রাতের আধারে সন্ত্রাসী বাহীনী ভাড়া করে হান্নান মিয়ার জায়গায় জোড় পূর্বক ইটের দেয়াল নির্মান করার চেষ্টা করে। পরে হান্নান মিয়া এলাকাবাসীর সহায়তায় কামতাল ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ করলে।  দারোগা আনোয়ার ঘটনাস্থলে  গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সাগর বাহীনীকে দেয়াল নির্মান বন্ধ করে দেন। এ ব্যপারে দারোগা আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে মামরার প্রস্তুতি চলছে।

Post a Comment

Disqus