বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের লক্ষে বন্দরের মদনপুরে শাইরা গার্ডেন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ এডিসি জেনারেল গাউসুল আজম। গতকাল শনিবার দুপুরে তিনি আকষ্মিক পরিদর্শন করেন। রমজান মাস ও অতিরিক্ত বর্ষণের ফলে গার্ডেনের কর্টেজে কাউকে পাওয়া যায়নি। তবে তিনি গার্ডেন কর্তৃপক্ষকে সর্তক করে দিয়ে আসেন যদি কখনও অসামাজিক কার্যকলাপ এ কর্টেজে পাওয়া যায় তবে গার্ডেন বন্ধ করে দেয়া হবে।
এ ব্যপারে এডিসি জেনারেল গাউসুল আজম জানান, সম্প্রতি স্থানীয় পত্রিকায় শাইরা গার্টেন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে তিনি আকষ্মিক শাইরা গার্ডেন পরিদর্শন করেন। তবে কিছাই পাওয়া যায়নি তবু গার্ডেন কর্তৃপক্ষকে সর্তক করে দেয়া হয়েছে।
এ ব্যপারে শাইরা গার্ডেনের ম্যানেজার বাদল ফরাজী জানান, তাদের এখানে এমপি-মন্ত্রীরা বিভিন্ন প্রগ্রাম করে থাকেন। এখানে যদি কেউ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপ করে তবে কি করার আছে। তবু অনেক যাচাই-বাছাই করেই কটেজ ভাড়া দেয়া হয়। এ গার্ডেনে ১১টি রির্সোট কটেজ রয়েছে। ছোট গুলির ২৪ ঘন্টার বাড়া সাড়ে ৩ হাজার, মাঝারী ২টার ৪ হাজার টাকা ও বড় ৪ টার প্রতিটি ৫ হাজার টাকা করে ভাড়া দেয়া হয়। এত ভাড়া দিয়ে কেউ পতিতা নিয়ে এখানে ফুর্তি করতে আসবে না। তবে এ গার্ডেন নিয়ে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শাইরা গার্ডেন নিয়ে অনেকে অভিযোগ করেন। প্রতি মাসে বন্দর উপজেলার আইন শৃংখলা কমিটির সভায়ও শাইরা গার্ডেনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আলোচনা হয়ে আসছে।

Post a Comment

Disqus