লেখক ঃ মোকাররম সলিল/ বর্তমান বার্তা ডট কম /১ জুন ২০১৫ /
আমি কি মানুষ? নাকি ¯শ্র আমি কি বেচে আছি?নাকি এই নশ্বর পৃথিবীতে বাঁচা মড়ার মাঝে ঝুলে আছি।
![]() |
| লেখক ঃ মোকাররম সলিল |
কিছুকিছু মনে পড়ে যায়, আমি মানুষ হয়ে বেঁচে ছিলাম,কিন্তু মানুষ ভাবতে নিজেকে ঘৃনা করে। আমি ঘুষ খাই।
কর্মকর্তারা আমাকে ¯েœহ করেন, শ্রেণীর কর্মচারীরা আমাকে শ্রদ্ধা করে, আমার ব্যবহার যে অমায়িক।আমার শরিরের প্রতিটি রক্ত বিন্দুতে বিষের জ্বালা।যেন কালকেউটে দংশন করেছে আমার প্রতিটি শিরা উপশিরায়।
এটা স্বপ্ন হলে ভাল হতো,একবার মানুষ হওয়ার সুযোগ পেতাম, এই জঘন্য বিষের জ্বালা আর প্রাণে সইছেনা। হঠাৎ ভীষণ শব্দে বাজ পড়ে, বিজ্লী চম্কায়, পৃথিবীটাকে ধূলিস্যাৎ করেদেবে এক ঝট্কায় । আমি জেগে উঠি, ভাবতে ভালো লাগে, আামি বেঁচে আছি। কাল সকাল সকাল অফিস যেতে হবে,
আমার রিটায়ার্ড করা কলিগ আসবেন আমাকে বা হাতে কিছু দিতে
তার প্রয়োজনীয় ফাইলটি যে আমার কাছে বন্দি।কাকের মাংস কাকে খায়না, আমরা স্বজাতির রক্ত চুষে খাই। অফিসের চেয়ারে বসে বসে ঝিমুইবা’হাতটা কখন গরম হয়ে উঠবে তার অপেক্ষায় থাকি।বা’হাতটা গরম হয়।তার কাছে স¦পনের সেই রক্তের শিরায় উপশিরায় বিষের জ্বালা নস্যি মনে হয়। ষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির কোন বিদেহী আত্মা।

Post a Comment
Facebook Disqus