বর্তমান বার্তা ডট কম / ১ জুন ২০১৫/ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর থেকে গতকাল সোমবার সাইবার অপরাধ চক্রের মাকসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, বিপ¬ব হোসেন ও মেহেদী হাসান সহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আইএমইআই নাম্বার পরিবর্তনের কাজে ব্যবহৃত ৫টি ডিভাইস, একটি ল্যাপটপ, ১‘শ মোবাইল সেট, ৩টি সিপিও, ৩টি মনিটর ও বিভিন্ন ধরনের মালামাল আটক করা হয়েছে। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর মতিনখাঁন প্ল¬টের দুই দোকানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের নামে সাইবার অপরাধ করে আসছিল। সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ কৌশলে ওই দোকানে ৫টি মোবাইল ফোন সেটের আইএমইআই নাম্বার পরিবর্তন করার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তারা মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করার কাজ সম্পন্ন করে। গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের নেতৃত্বে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। এসময় মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তনের সফটওয়্যার ডিভাইস মিরাক্কেল, স্পাইডারম্যান, অক্টোপার্স, ফ্যাশন বুকস্ ও বিভিন্ন মালামালসহ ৫ জনকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্র্জ (ওসি) মঞ্জুর কাদের (পিপিএম) জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত মূল আসামীরা যাতে সহজেই পার পেয়ে যায় সেজন্য আন্তর্জাতিক মানের কয়েকটি হ্যাকার চক্র গোপনে দীর্ঘদিন যাবৎ এ কাজ চালিয়ে আসছে। গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে দেশে প্রথম বারেরমত সোনারগাঁ থানায় তথ্য প্রযুক্তি আইন ২০০৯ এর ৫৫/৫৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment
Facebook Disqus