বর্তমান বার্তা ডট কম /  ১ জুন ২০১৫/
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষে সোনারগাঁ উপজেলার বারদী ব্রহ্মচারীর আশ্রম ও আশপাশের এলাকা সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্তের প্রেরিপ্রেক্ষিতে পুলিশ গত রোববার থেকে গতকাল সোমবার পর্যন্ত আশ্রমের বিভিন্ন পয়েন্টে ৩০টি সি সি ক্যামেরা স্থাপন করে।
পুলিশ জানায়, উৎবের কার্যক্রম পর্যবেক্ষন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রন করার জন্য প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও আশপাশের সড়কে সি সি ক্যামেরা বসানো হয়েছে। রোববার থেকে দুই দিন পর্যন্ত নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কর্মচারীরা সি সি ক্যামেরা বসানোর কাজ শেষ করে। ব্রহ্মচারীর আশ্রম, মেলা প্রাঙ্গন ও আশপাশের সড়ক গুলোতে ৩০টি সি সি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও গতকাল সোমবার থেকে ওই এলাকার সড়ক গুলোতে যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার থেকে বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৫ তম তীরোধান উৎসব শুরু হবে। এ উপলক্ষে প্রশাসন ও উৎসব কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

Post a Comment

Disqus