বর্তমান বার্তা ডট কম / ১ জুন ২০১৫/ নারায়ণগ সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে রোববার রাতে জনি মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত জনিকে ঢাকায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের লোকেরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদকে লক্ষ্য করে গুলি ছুরলে ওই গুলি জনির পায়ে গিয়ে বিদ্ধ হয়। জানাযায়, সোনারগাঁ উপজেলার সম্ভূপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের আওয়ামীলীগ নেতা নাসিরউদ্দিন ও হারুন অর রশিদের মধ্যে বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ বিরোধে চলে আসছিল। বিরোধের জের ধরে রোববার রাতে হারুন অর রশিদ ও জনি মিয়া ট্রলার যোগে চরহোগলা এলাকায় যাওয়ার পর তাদের লক্ষ্য করে নাসিরউদ্দিন মেম্বারের ছোট ভাই খোকন ও তার লোকেরা গুলি ছুড়ে। এসময় জনির পায়ে গুলিবিদ্ধ হয়। পরে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। জনিকে ঢাকায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল সোমবার বিকেলে হারুন অর রশিদ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচাজ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, এঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment
Facebook Disqus