বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / ‘চাঁদের পাহার’-এ মজেছেন নির্মাতা কমলেশ্বর মূখার্জি। তিনি এবার ছবিটির সিক্যুয়াল করতে যাচ্ছেন।
জানা গেছে, আফ্রিকান সাফারির পর এবার লক্ষ্য অ্যামাজ়নে ‘চাঁদের পাহাড় ২’ -এর সেট ফেলানোর কথা ভাবছেন কমলেশ্বর। আর এরজন্য তিনি কাজেও নাকি লেগে গেছেন।
পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে দিয়ে করিয়েছিলেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’। ব্যবসায়িক সফলতার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছিলেন সমালোচকদেরও। এবারো সে আশায় বুক বেধেছেন কমলেশ্বর। চিত্রনাট্য লেখার কাজও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে।
Post a Comment
Facebook Disqus