বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / এবার মদের বারে বাহারি পোশাক পড়ে সুরের তালে কোমর দোলাবেন টালিউডের বিখ্যাত নায়িকা ঋতুপর্ণা সেন।
তবে বাস্তবে নয় একটি সিনেমায় তাকে দেখা যাবে নাচিয়ের চরিত্রে। ছবির নাম ‘তদন্ত’।
পরিচালক নীতীশ রায় এর নতুন ছবিতে ঋতুপর্ণা একজন বার ডান্সারের চরিত্রে অভিনয় করছেন। অনেক বছর পর বাংলা ছবি করছেন নীতীশ। ছবির গল্প নিয়েও বেশ এক্সসাইটেড তিনি।নীতীশ বলেন, ”একটি খুন নিয়ে গল্প। ছবিতে ক্রাইসিসও রয়েছে। মানে এককথায় পুরোদস্তুর মশলাদার ছবি করতে যাচ্ছেন তিনি”।
জানা গেছে, ঋতুপর্ণা সেন ছাড়াও ছবির অন্য চরিত্রে অভিনয় করছেন রাহুল, প্রিয়াঙ্কা, বাদশা মৈত্র, গৌতম হালদার ও দেবশঙ্কর হালদার। ছবির কাহিনি লিখেছেন গান্ধর্ব-রাজা। চিত্রনাট্য লিখেছেন দেবাঋতু দত্ত।
Post a Comment
Facebook Disqus