বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। অথচ একে অন্যের সঙ্গ ছাড়ছেনই না। ফাঁক পেলেই দেখা করছেন একান্ত সময়ে।এমনকি শুটিংয়ের সময়ও পরস্পরকে আলাদা করে সময় দিচ্ছেন বলিউডের নতুন প্রেমিক জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা।
আলিয়া-সিদ্ধার্থ অনস্ক্রিন যাত্রা শুরু করেছিলেন ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবি থেকে। তারপর তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিও গুঞ্জন তৈরি করে বলিউডে। কথায় বলে… আগুন আর প্রেম চাপা থাকে না। চার্মিং এই জুটিও তাদের সম্পর্কের রসায়ন আড়াল করতে পারছেন না। সম্পর্ক স্বীকার না করলেও অনেকবারই অন্তরঙ্গ অবস্থায় তারা ধরা পড়েছেন ছবি শিকারীদের ফ্রেমে।
বর্তমানে তারা দুজনেই ব্যস্ত শাকুন বাত্রার ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিটি নিয়ে। সেট থেকে পাওয়া খবরে জানা গেছে, কাজের সময় ছাড়াও আলাদা করা যায় না লাভবার্ডস। কুনুর উপত্যকায় অনস্ক্রিন এবং অফস্ক্রিন রোমান্সে ব্যস্ত তারা। অবশ্য এ তো নতুন কথা নয়! শোনা যায়, মুম্বইতেও আলিয়াকে প্রায়ই শুটিং স্পটে পৌঁছে দেন সিদ্ধার্থ।
Post a Comment
Facebook Disqus