পীর মোহাম্মদ / সোনারগাঁ / বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউপির চান্দেরকির্তী এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুমাইয়া (৮) নামের এক শিশু কন্যাকে অপহরণকারীরা সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটি হঠাৎ চিৎকার করে ওঠলে পথচারীরা সিএনজির গতিরোধ করার চেষ্ঠা করে ।এসময় অপহরণকারীরা শিশুটিকে ঢিল মেরে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। এতে শিশু সুমাইয়া আহত হয়।
জানা গেছে, সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার শহিদুলের বাড়ির ভাড়াটিয়া ছগিরের শিশু কন্যা সুমাইয়া উপজেলার বৈদ্যের বাজার ইউপির চান্দেরকির্তী এলাকায় নানার বাড়ি যাচ্ছিল। এসময় নানার বাড়ির কাছাকাছি পৌছলে পিছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে ওঠে , এসময় এলাকার লোকজন দৌড়ে এসে সিএনজির গতিরোধ করার চেষ্টা করলে অপহরণকারীরা শিশুটিকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে উপজেলার বারদীরদিকে চলে যায়। অপহরণকারীর হাত থেকে অল্পর জন্য বেঁচে গেলেন দিনমুজুর ছগিরের আট বছরের শিশু কন্যা সুমাইয়া।
শিশু কন্যা সুমাইয়ার মা সরুফা আক্তার বলেন , আজ যদি আমার মেয়েরে অপহরণ করে নিয়ে যেতে পারত, হয়ত আর কোনো দিন আমাদের মেয়েকে ফিরে পেতাম না, তারা টাকার জন্য মেওে ফেলত।
Post a Comment
Facebook Disqus