গাজী রিপন / বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ / ১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত রোববার দুপুরে বন্দর থানার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের পূর্ব পাশের বালুর মাঠ থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ৩৭(৬)১৫। থানা সূত্রে জানা গেছে, বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই আনোয়ার হোসেনসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বন্দর থানার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের পূর্ব পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ বন্দর থানার তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী ফুয়াদের ঘনিষ্ট সহযোগী সোনারগাঁ থানার বালুর দিঘিরপারস্থ নয়ামাটি এলাকার কফিলউদ্দিন মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে আবুল হানিফ ওরফে হিমেল (৩৫) ও একই এলাকার সিরাজুল ইসলাম মিয়ার ছেলে আমির হোসেন (৩০)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে উক্ত মামলায় গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus