রাকিব রহমান /বর্তমান বার্তা ডট কম / ২ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় শিশু বাচ্চাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এলাকাবাসী গুরুত্বর অবস্থায় ওই আহত নারীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় গতকাল মঙ্গবার সকাল ৯ টার দিকে । হাসপাতালে কোহিনূর বেগম (৩০)  বলেন, পাশের বাড়ির মুজিবুরের মেয়ে লিলি (৮) আমার ছেলে তামিমকে (৪) সকালে মারধর করেন, পরে তামিম কাদতে থাকে এসময় আমি বিষয়টি জানতে চাইলে লিলির বাবা মুজিবুর অকথ্য ভাষায় গালিগালাজ করেন । আমি এর প্রতিবাদ করলে মুজিবুর আমার চুলে ধরে লাথি ও কিল ঘুষি মারতে থাকে | এসময় আমি মাটিতে লুটে পরি । পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্ততি  চলছে। আহত কোহিনুর বেগম পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের শুক্কও আলীর স্ত্রী ।

Post a Comment

Disqus