এন রায় / বর্তমান বার্তা ডট কম / ২ জুন ২০১৫ / র‌্যাব-১১ একটি দল  সিএনজি ছিনতাইকারীকে আটকের পর  সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন । সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে তাকে সিএনজি ছিনতাইকারী চক্রের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার সকালে সিএনজির মালিক শরিফ হোসেন সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।
সিএনজির মালিক শরিফ হোসেন মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২৫ মে রাত ১১টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় রাস্তায় পাশে তার সিএনজি (ঢাকামেট্রো-থ-১১৪৬৩৬) থামিয়ে চায়ের দোকানে চা খেতে যান। ফিরে এসে দেখেন তার সিএনজিটি সেখানে নেই। পরে অঞ্জাতনামা ব্যাক্তি তার মোবাইলে ফোন করে জানায় তাদের কাছে আছে। সিএনজিটি নিতে হলে তাদের ১ লক্ষ টাকা দিতে হবে। সিএনজির মালিক বিষয়টি র‌্যাব-১১কে জাানান। গতকাল সোমবার রাতে ছিনতাকারীদের দাবীকৃত টাকা নিয়ে ফতুল্লার জালকুড়ি এলাকায়  আসতে বলে। তাদের কথা মতো রাত ৯টার দিকে ১ লক্ষ টাকা নিয়ে জালকুড়ি এলাকায় গিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যকে র‌্যাব -১১  আটক করে সোনারগাঁ থানায় সোর্পদ করে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে ৭দিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-১১ দলের নেতৃত্বে ছিলেন এ এস পি আলেপ উদ্দিন।

Post a Comment

Disqus