গাজী রিপন / বর্তমান বার্তা ডট কম / ২ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার 
পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকা থেকে মঙ্গলবার দুপুরে  গোলজার হত্যা মামলার আসামী ইলিয়াসকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশের উপপরিদর্শক ইয়াসিন মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধবগঞ্জ এলাকার শাহাপুর বাসিন্দা গোলজার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ইলিয়াসকে মঙ্গলবার দুপুরে কান্দারগাঁও এলাকা থেকে প্রায় ১কিঃমিঃ পথ দৌড়ায়ে আটক করি। আটককৃত ইলিয়াসকে ১০দিনের রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ১১মে সোমবার সকালে বৈদ্যেরবাজার ঘাট এলাকায় মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে অবৈধ চাঁদা আদায় করতে তার সহযোগীদের সাথে মেঘনা নদীতে গিলে সে নিখোঁজ হয়। পরে তার সাথে থাকা একাধিক হত্যা মামলার আসামী মোহাম্মদ আলী তার স্ত্রী মাফিয়া আক্তারকে ফোন করে বলে তার স্বামী মেঘনা নদীতে ডুবে গেছে। এ খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আমজাদ নামের এক সহযোগীকে আটক করে পুলিশে সোর্পদ করে। গোলজারের পরিবারের অভিযোগ মোহাম্মদ আলীই তার সহযোগীদের নিয়ে গোলজারকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় ১১মে রাতে তার স্ত্রী মাফিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিখোঁজের ৪দিন পর ১৩ মে সকালে সোনারগাঁ থানা পুলিশ    মেঘনা ঘাট এলাকা থেকে গোলজারের লাশ উদ্ধার করে।

Post a Comment

Disqus