
শাহিন আহম্মেদ/ বর্তমান বার্তা ডট কম / ২৩ জুন ২০১৫ / ধামগড় ফাঁড়ী পুলিশ ৪ মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার ধামগড় এলাকা হতে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল সোনারগাঁ থানার কাবিলগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল (২৫) একই থানার একই এলাকার শাহ আলম মিয়ার ছেলে ছাইদুল ইসলাম (২৮) ও সোনারগাঁ থানার দমধমা এলাকার সোহরাব মিয়ার ছেলে সজিব (২৮) ও একই থানার মিরকিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে রুবেল (২৮)। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৪ যুবককে পুলিশ আইনের ৩৪ ধারায় গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিভিন্ন মামলার ওয়ারেন্টে ভূক্ত ২ আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা হতে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্ধি এলাকার মৃত আব্দুল জাব্বার মিয়ার ছেলে বন্দর থানার চুরি মামলার আসামী সাদ্দাম (২৫) অপরধৃতরা হল বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার শুক্কুর আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মজনু মিয়া (৩৮) ও নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠ এলাকার মৃত শহীদ খানের ছেলে সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মোহাম্মদ আলী (৩৫)। ধৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সিএনজি ছিনতাইকারি মামুন (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব ১১ একটি টিম। গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার এছ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সিএনজি ছিনতাইকারি মামুন বন্দর থানার রামনগর এলাকার আকবর মিয়ার ছেলে।
Post a Comment
Facebook Disqus