শাহিন আহম্মেদ / বর্তমান বার্তা ডট কম / ২৩ জুন ২০১৫ / সন্ত্রাসী হামলায় গুরুত্ব আহত হয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত বন্দব প্রেসক্লাবের কার্য্যকরী সদস্য মানবজমিন ও সচেতনের সাংবাদিক নূরুজ্জামান মোল্লা। বেশ কিছুদিন ধরে তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি ও সুস্থতা, র্দীঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন নূরুজ্জামানের পরিবার এবং বন্দরের সাংবাদিক বৃন্দ।
চিৎিসাধীন নূরুজ্জামানের পরিবার জানায়, সাংবাদিকতার পাশাপাশি জামান একজন ব্যবসায়ী। পতিকায় সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করে।সন্ত্রাসীরা তাকে পিটিয়ি হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম ও হাড় ভেঙ্গে দেয়। ঢাকা ম্যাডিক্যাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা অবস্থায় ডায়বেটিসের কারনে হাড় ভাঙ্হা হাত ও পায়ে অপারেশন করানো সম্বভ হয়নি। দিন দিন তার অবস্থার অবনতি হওয়ার কারনে বেশকিছুদিন ধরে সে বারডেমে রয়েছেন । সকলের কাছে নূরুজ্জামানের সুস্থ্যতা কামনা করে আমারা দোয়া কামনা করছি।
Post a Comment
Facebook Disqus