জি এম সুমন/ বার্তমান বার্তা ডট কম / ২৩ জুন ২০১৫ / মাহে রমজানের পরিত্রতার অঙ্গিকার নিয়ে মাদক মুক্ত বন্দর উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় জানালেন থানার অফিসার ইনচার্জ মো নজরুল ইসলাম। তার মতে, সকল অপকর্মের মূল হোতা ও উৎস হচ্ছে মাদক । মাদকের ফলে দেশ ও সমাজে অপরাধ রেড়েই চলচে । আইন-শৃঙ্খলার অবনতি ঘটে চলেছে। জনগন মনে করেন পুলিশ ইচ্ছে করলে সব কিছু পারে । জনগনের সহায়তা পেলে পুলিশের কাজ করতে সহজ হয়। পুলিশ সহ প্রতিটি পেশার মানুষকে ভাল কাজে আগ্রহ থাকতে হবে। তিনি আরো বলেন, আমি পুলিশ , এর আগে ভাবতে হবে আমি একজন মানূষ। এ দেশ ও সমাজ আমাদের। বন্দরে অপরাধ হচ্ছে মাদক। যে ভাবে মাদক বেচা-কেনা বেঢ়েছে, এর রোধ করা সম্ভব হবেনা কিন্তু নিয়ন্ত্রন সম্ভব বলে আমি মনে করি। লোভ লালশা ত্যাগ করে সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। মাদকের বিপক্ষে আমার জিহাদ সবসময় থাকব্ ে। কোন মাদক ব্যবসায়ী আমার কাছ থেকে ছাড় পাবে ন্ া। সে যে দলেরই হোক আমি মাদকের শত্রু। এজন্য আমি অনেকের কাছে ভাল না। আমি সকলের কাছে আবেদন করছি, মরন নেশা মাদককে না বলুন এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, প্রশাসনকে সহায়তা করুন।


Post a Comment

Disqus