বর্তমান বার্তা ডট কম / ২৩ জুন ২০১৫ / বন্দর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও ৩ বারের নির্বাচিত সফল সাংগঠনিক সম্পাদক মো আমির হোসেন বন্দরের তথা নারায়নগঞ্জে সকল সাংবাদিক এবং জনগনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বন্দর প্রেসক্লাবকে আমি নিজের প্রতিষ্টান মনে করে সকলকে নিয়ে সংগঠনের কাজ করার চেষ্টা করেছি। এরই প্রতিফল হিসেবে আমি সকরের দোয়া ৩ বার বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক হিসেবে নির্বাচীত হই। সদ্য নিবাচনে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচীত হয়ে দায়িত্ব পালন করছি। আমি যেন সুনাম ও দক্ষতার সাথে সংগঠনের দায়িত্ব পালন করতে পারি এ জন্য ক্লাবের সকলের সহযোগীতা ও জনতার কাজ করতে পারি সে জন্য দোয়া কামনা করছি।

Post a Comment

Disqus