বর্তমান বার্তা ডট কম /  ২০ জুন ২০১৫/  বাড়ীর সামনে দোকান বসানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আবুল হোসেন (৪২) ও তার স্ত্রী লিপি বেগম (৩৫) রক্তাক্ত জখম হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত স্বামী ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে । এ ঘটনায় আহত লিপি বেগম ঘটনার ওই দিন রাতে সন্ত্রাসী দেবর মামুন ও বাদলকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ গতকাল শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ীর সামনে দোকান বসানোকে কেন্দ্রে করে সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত লাল চাঁন মিয়ার বড় ছেলে আবুল হোসেনের সাথে তারেই ছোট ভাই মামুন ও বাদলের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছোট ভাই বাদল ও মামুন ধারালো মাছ কাটার বটি দিয়ে আবুল হোসেনকে কুপিয়ে আহত করে। পরে তার স্ত্রী লিপি বেগম তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাকেও কুপিয়ে জখম করে।


Post a Comment

Disqus