বর্তমান বার্তা ডট কম / ২০ জুন ২০১৫ / রবিউল (২৭) নামে এক সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার ১৮নং সালেহনগর এামীকেলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রবিউল উক্ত এলাকার মোঃ আলী আজগর মিয়ার ছেলে। ধৃতকে উক্ত ওয়ারেন্টে গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দরে সিআর মামলায় গ্রেপ্তার-১
বর্তমান বার্তা ডট কম / ২০ জুন ২০১৫ / রবিউল (২৭) নামে এক সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার ১৮নং সালেহনগর এামীকেলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রবিউল উক্ত এলাকার মোঃ আলী আজগর মিয়ার ছেলে। ধৃতকে উক্ত ওয়ারেন্টে গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus