বর্তমান বার্তা ডট কম / ২০ জুন ২০১৫ /  নাসিক এর ২৩ নং ওয়ার্ডস্থ নির্মাণাধীন ড্রেনে পরে পপি (৬) নামে এক শিশু আহতের ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গত বৃহস্পতিবার দুপুরে আহত শিশুর মা রোজিনা বেগম বাদী হয়ে ড্রেন নির্মান কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন ও তার সহযোগী হিসেবে আবু সুফিয়ানকে অভিযুক্ত করে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, রতœা এন্টার প্রাইজের মালিক জাকির হোসেন ও তার সহযোগী আবু সুফিয়ান নাসিক ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর আরসিম ২নং গল্লী সোয়েজ লাইন (ড্রেন) এর কাজ পাইয়া কাজ করিতেছে। গত ৯ জুন সকাল সাড়ে ৮টায় অভিযোগের বাদিনী মেয়ে পপি (৬) বাসা হইতে আটা আনার জন্য দোকানে যাওয়ার সময় পা পিছলিয়ে ড্রেনে পরে গেলে সে মারাতœাক ভাবে আহত হয়। এ ব্যাপারে রতœা এন্টার প্রাইজের মালিক জাকির হোসেনের ব্যবহারকৃত ০১৭১৫১০৭২৮৪ নাম্বারের মোবাইল ফোনে অনেক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মোবাইলে ফোনে পাওয়া যায়নি।      


Post a Comment

Disqus