
বর্তমান বার্তা ডট কম / ২০ জুন ২০১৫ / হলিউড অভিনেত্রী ও রিয়েলিটি শো’র তারকা কিম কারদাশিয়ানের নায়ক হিসেবে আর্বিভূত হতে যাচ্ছেন দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ। ইংরেজী, তামিল, তেলেগু ও হিন্দী, এই চারটি ভাষায় নির্মাণাধীন একটি ছবিতে অভিনয় করবেন তারা।
ফয়সাল সাইফের পরিচালনায় এই ছবিটি হবে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র। দুজন তরুণ-তরুণীর প্রেমকে উপজিব্য করে এ ছবির গল্প এগিয়ে যাবে। ছবিতে অনেকটা খোলামেলা ভাবেই নিজেকে মেলে ধরবেন কিম কারদাশিয়ান। এমন কি ছবির নায়ক ধানুশের সঙ্গেও এমন দৃশ্যে অভিনয় করবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ছবির চিত্রনাট্য হাতে পাওয়ার পর তা কিমের মনে ধরেছে। তাই প্রাথমিক ভাবে ছবিতে অভিনয়ের জন্য সম্মতিও জানিয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে এ ছবির কাজ শুরু হবে।
Post a Comment
Facebook Disqus