বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ /  গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৩টায় সসালিটো স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় আর্জেন্টিনা ও জ্যামাইকা।

এদিন নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নামেন লিওনেল মেসি। আর ম্যাচের শুরুতে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা আর্জেন্টিনার গোলের দেখা পেতেও দেরি হয়নি। ম্যাচের ১১মিনিটে হিগুয়েন এর করা গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তাওরা। বাকি সময় মার্টিনোর শিষ্যরা বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করলে আর কোন গোল হয়নি।

Post a Comment

Disqus