বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৫ /  ভারত বাংলাদেশ ২য় ওয়ানডে ম্যাচ চলাকালে ৪৩.৫ ওভারের সময় নামে বৃস্টি। ভারত তখন ৮ উইকেটে ১৯৬ রানে। পরের ৭ বলে দুই উইকেট তুলে নিয়ে ভারতকে ২০০ রানে অল আউট করে দিলো টাইগাররা। রুবেল নিলেন শেষ উইকেট। বৃষ্টি আইনে ৪৭ ওভারে নির্ধারিত হয়েছে ম্যাচ। বৃষ্টি আইনেই নির্ধারিত ৪৭ ওভারে জয়ের জন্য বাংলাদেশকে ২০১ নয় করতে হবে ২০০ রান। ১০-০-৪৩-৬। দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহামনের বোলিং ফিগার। ইতিহাসে মুস্তাফিজের আগে অভিষেক ও তার পরের ম্যাচে টানা ১১ উইকেট নেয়ার রেকর্ড নেই কারো। বৃষ্টি থামার পরের বলেই জাদেজাকে বোল্ড করে এই ম্যাচে ৬ উইকেট নিলেন মুস্তাফিজ।


Post a Comment

Disqus