বর্তমান বার্তা ডট কম / ১৮ জুন ২০১৫ / বিদুৎত পৃষ্টে লাভলু (৩৬) নামে এক দোকানীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় বন্দর থানার ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার ঘারমোড়াস্থ কোনাপাড়া এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে লাভলু ঘারমোড়া এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে র্দীঘ দিন ধরে ভাজাপুরি বিক্রি করে আসচ্ছে। আসন্ন রমজান উপলক্ষে ইফতারি বিক্রি করার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত দোকান পরিস্কার করতে এসে বিদুৎ র্স্পসে মারাতœক ভাবে আহত হয়। স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় লাভলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করে। স্থানীয় এলাকার সবার প্রিয় ব্যাক্তি ভাজাপুরি দোকানী লাভলুর অকাল মৃত্যুতে ঘারমোড়া যুব সমাজ গভীর শোক প্রকাশ করেছে। লাভলু সিকাদারের নামাজের জানাযা ওই দিন বাদ মাগরিব ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। জানাযায় প্রচুর লোকের সমাঘম ঘটে।বন্দরে বিদুৎত পৃষ্টে লাভলু সিকদার নিহত
বর্তমান বার্তা ডট কম / ১৮ জুন ২০১৫ / বিদুৎত পৃষ্টে লাভলু (৩৬) নামে এক দোকানীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় বন্দর থানার ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার ঘারমোড়াস্থ কোনাপাড়া এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে লাভলু ঘারমোড়া এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে র্দীঘ দিন ধরে ভাজাপুরি বিক্রি করে আসচ্ছে। আসন্ন রমজান উপলক্ষে ইফতারি বিক্রি করার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত দোকান পরিস্কার করতে এসে বিদুৎ র্স্পসে মারাতœক ভাবে আহত হয়। স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় লাভলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করে। স্থানীয় এলাকার সবার প্রিয় ব্যাক্তি ভাজাপুরি দোকানী লাভলুর অকাল মৃত্যুতে ঘারমোড়া যুব সমাজ গভীর শোক প্রকাশ করেছে। লাভলু সিকাদারের নামাজের জানাযা ওই দিন বাদ মাগরিব ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। জানাযায় প্রচুর লোকের সমাঘম ঘটে।
Post a Comment
Facebook Disqus