সাহিন / বর্তমান বার্তা ডট কম / ১৮ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি গ্রামের চান মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে ইকবালের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল মৃত তমিজউদ্দিনের ছেলে ইকবালের ও চান মিয়ার ছেলে জাহাঙ্গীগের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইকবালের নেতৃত্বে দিলু মিয়া, আতাউর রহমান,মিজান হোসেন, মাসুম, আবুল হোসেনসহ ১০/১৫ জনের একদল লোক জাহাঙ্গীগের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাঁর স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর হোসেন (৩৫),
আহত জাহাঙ্গীর হোসেনসহ তিনজনকে  সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত লাল মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
 এ ঘটনায় লাল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তাঁর ছোট ভাই আলমগীর (৩৩), চাচা লাল মিয়া (৬৫), তাঁর ছেলে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিবুল হক সাগর (২৫),  আহত হয়।

Post a Comment

Disqus