সাইফুর রহমান (শুভ) / সোনারগাঁ / বর্তমান বার্তা ডট কম / ১৮ জুন ২০১৫ / সোনারগাঁ হবে পৃথিবীর পর্যটন কেন্দ্রের অন্যতম একটি মডেল। সোনারগাঁয়ের পুরোনো ঐতিহ্য ও ইতিহাসকে পূর্ণ জীবিত করে বাংলার প্রাচীন এই রাজধানীকে একটি আধুনিক পর্যটক নগরীতে গড়ে তোলা হবে। ইতিহাস এবং পর্যটনকে এক সাথে আনতে চাই। ইতিমধ্যে আমরা সোনারগাঁওয়ের পুরোনো প্রতœত্বাত্তিক স্থাপনাগুলোর সংস্কারের কাজ হাতে নিয়েছি। আগামী কয়েক বছরের মধ্যে কাজ শেষ হবে।  গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চত্ত্বরের সভাকক্ষে মতবিনিময় কালে বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সোনারগাঁও জাদুঘরের পাশাপাশি পানাম নগরী পূর্ণসংস্কার, গোয়ালদী শাহী মসজিদ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হিন্দুদের তীর্থস্থান ব্রহ্মপুত্র নদীর লাঙ্গলবন্দ ¯œানঘাট সম্প্রসারনসহ সেখানে আসা তীর্থযাত্রীদের থাকার জন্য আধুনিক হোটেল নির্মাণ ও সোনারগাঁ উপজেলাকে একটি পূর্নাঙ্গ পর্যটন বলয় হিসেবে তৈরী করা হবে।
মন্ত্রী মতবিনিময় শেষে সোনারগাঁয়ের ঐতিহাসিক সরদার বাড়ীর রেস্টুরেশন কাজ ও পানাম নগরী পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী হিন্দু তীর্থস্থান লাঙ্গলবন্দ ¯œান ঘাট পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর ইসলাম মিঞা, প্রতœত্বাত্তিক অধিদপ্তরের উপ-সচিব গাজি ওয়ালিউল হক, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভুঞা, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ্ মো: মঞ্জুর কাদের, প্রতœত্বাত্তিক অধিদপ্তর ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়, শিক্ষানুরাগি ও কেদ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকবাল , জাতীয় যুব-সংহতি সোনারগাঁ শাখার আহবায়ক চৌধুরী মাসুমসহ স্থানীয় নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Disqus