বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৫ /  আর বালকির পরের সিনেমায় অর্জুন কাপুর তার ছোটবেলার প্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। কারিনা যদিও অর্জুনের আগেই অভিনয়জগতে পা রেখেছেন, তারপরেও কারিনাকে সিনিয়র বলতে আপত্তি রয়েছে অর্জুনের।

আগামী মাসেই কারিনার বিপরীতে শুটিং শুরু করতে চলেছেন অর্জুন। ২০০০ সাল থেকেই অভিনয় করছেন কারিনা, সে অর্থে কারিনা কিন্তু অর্জুনের সিনিয়র। তবে তা সত্ত্বেও কারিনাকে সিনিয়র বলতে নারাজ অর্জুন। তিনি বলেন, কারিনা একজন প্রতিভভাবান অভিনেত্রী। গণমাধ্যম সবসময়ই বলছে কারিনা আমার সিনিয়র, কিন্তু আমি সেভাবে ভাবিনি।

২৯ বছর বয়সী অর্জুনকে এবারে দেখা যাবে কারিনার সঙ্গে রোমান্স করতে। তবে কারিনা ও অর্জুনের এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।

Post a Comment

Disqus