বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৫ /  বলিউডের কথিত প্রেমিক জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করছেন। তবে রণভীর নাকি ‘বাজিরাও মাস্তানি’র সেটে দূরত্ব বজিয়ে রেখে চলছেন প্রেমিকা দীপিকার সঙ্গে।

রণভীরকে কিন্তু সিনেমার সেটে সহশিল্পী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু তার আশেপাশে কোথাও দীপিকাকে চোখে পড়ছে না। তাই ধারণা করা হচ্ছে তারা দু’জন সবার সামনে খোলামেলা না মেশার সিদ্ধান্ত নিয়েছেন। আর তারা তো আগামী ফেব্রুয়ারিতেই আংটি বদল করছেন, তাই এই দূরত্ব খুব বেশিদিনের নয়।

উল্লেখ্য, দীপিকা অভিনীত ‘পিকু’ সিনেমা বেশ ব্যবসাসফল হয়েছে। অন্যদিকে রণভীরও পিছিয়ে নেই। তার ‘দিল ধারকানে দো’ও দারুণ প্রশংসিত হয়েছে।

Post a Comment

Disqus