সাইফুর রহমান (শুভ) / বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / আমি সোনারগাঁয়ের এমপি নয়, সোনারগাঁবাসীর খাদেম । এলাকার সবার সঙ্গে মিলে মিশে উন্নয়নের কাজ করে যাব । আপনার আমার জন্য দেযয়া করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি। গতকাল শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহিউদ্দিন পেপার ইন্ডাস্ট্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে প্রথান অতিথি (নারায়ণঞ্জ-৩) সোনারগাঁ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এ কথা বলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ ওমর , রহিম চৌধুরী, আলী আকবর মেম্বার, কাশেন মেম্বার, ওসমান, এনাম,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকবাল। যুব সংহতি আহবায়ক মাসুম চৌধুরী প্রমুখ
রহিম চৌধুরী, আলী আকবর মেম্বার, কাশেন মেম্বার, ওসমান, এনাম, যুব সংহতি আহবায়ক মাসুম চৌধুরী প্রমুখ

Post a Comment
Facebook Disqus