বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিরচর গ্রামেঅসামাজিক কার্যকলাপের দায়েশাস্তি হিসেবে চারযুবককে ৫০ হাজারটাকা জরিমানা ওগ্রামে গলায় জুতারমালা পরিয়ে ঘোরানোহয়। এরা হলওই গ্রামের কামরুলমোল্যা (৩৫), অনয়মালো (২৫), প্রমোথমালো (৩২) ওসুশান্ত মালো (২৪)। শুক্রবার সালিশবৈঠকের মাধ্যমে এশাস্তি দেয়া হয়।এলাকাবাসী সূত্রে জানাযায়, ওই চারযুবক এক যুবতিমেয়েকে নিয়ে বৃহস্পতিবার বর্ণিরচর গ্রামের গোলারপাড় পাটক্ষেতে সারারাত ফুর্তিশেষে টাকা নাদিয়ে পালিয়ে যায়।এক পর্যায়ে ওইমেয়ে ভোররাতে ওইগ্রামের আলতু প্রামানিকের বাড়িতেগিয়ে আশ্রয় নেয়।
Post a Comment
Facebook Disqus